ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করণ
১। উপজেলা নির্বাচন অফিসার, এর তফসীল ভোলা সদর মোতাবেক ছবি সহ ভোটার তালিকা প্রণয়নের জন্য ভোটারদের তথ্য সংগ্রহের জন্য নিয়োগকৃত তথ্যসংগ্রহারীগণ তথ্যসংগ্রহ করে ভোটারদের নিবন্ধনের জন্য ভোটর নিবন্ধন ২নং ফরম পুরণ করে ভোটার স্লিপ বিতরণ করেন। নিবন্ধনের তারিখে ভোটারগণ নিবন্ধিত হন। উক্ত ডাটা বেইস জেলা নির্বাচন অফিস, ভোলা। নির্বাচন কমিশন সচিবালয়ে প্রেরণের কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে।
২। মৃত্য জনিত কারণে ভোটারদের সংশ্লিষ্ট ভোটার এলাকা হতে তাঁদের নাম কর্তণ করা।
৩। ভোটারদের স্থানান্তরের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা ।
৪। আইডি কার্ড এর ভুল ত্রুটি সংশোধন।
৫। হারানো আইডি কার্ড প্রদান ।
৬। জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা করা ।
উপজেলা নির্বাচন অফিস
ভোলা সদর, ভোলা
জাতীয় সংসদ নির্বাচেন ২০০৮
আসনের নাম |
ভোটকেন্দ্র |
ভোটকক্ষ |
পুরুষ ভোটার |
মহিলা ভোটার |
সর্বমোট |
|
২০৬ নারা:-৩ |
৪২ |
২৬১ |
৬৮,০২৮ |
৬৭,৩৩৭ |
১,৩৫,৩৬৫ |
|
২০৭ নারা:-৪ |
১০৭ |
৭০৮ |
১,৮৬,৩৯৯ |
১,৭৮,৬৬০ |
৩,৬৫,০৫৯ |
|
২০৮ নারা:-৫ |
৬০ |
৩৫২ |
৯৩,০৩২ |
৯০,১২৮ |
১,৮৩,১৬০ |
|
মোট:- |
৩,৪৭,৪৫৯ |
৩,৩৬,১২৫ |
৬,৮৩,৫৮৪ |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS